সদর দক্ষিণে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0 ৭৬

সদর দক্ষিণে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

মোস্তফা কামাল মজুমদার 

সদর দক্ষিণ উপজেলার জীবন্তপুর (মিস্ত্রী পুকুরপাড়) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ নাজমুল হাসান (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি -২ সদস্যরা । এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

৬ জুলাই সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া নাজমুল হাসান (৩৮) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ পশ্চিমপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।

 

আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত ইজিবাইক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান অভিযানে বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.