যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

0 ৭৮

লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক 

 

মোস্তফা কামাল মজুমদার

লালমাইয়ে যৌথবাহিনীর পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন ধরে উপজেলার সর্বত্র ইয়াবার বেচাকেনা বেড়েছে। তরুণ ও শ্রমজীবিরা ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে। বিষয়টি নজরে আসায় শনিবার রাতে পুলিশ ও সেনাসদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে দুই ইয়াবা কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ১শ ৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (৬ জুলাই) সকালে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাটরা গ্রামের মৃত নও আলীর ছেলে শাহ আলম (৪০) এবং বাগমারা উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ধনপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এনামুক হক পারভেজ (২৪)।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে লালমাইসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর ধনপুর গ্রামের নিজ বাড়ি থেকে ১শ পিচ ইয়াবাসহ এনামুল হক পারভেজ এবং রাত সাড়ে ৩টায় পেরুল দক্ষিণের ভাটরা গ্রামের নিজ বাড়ি থেকে ৭০ পিচ ইয়াবাসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে এই থানায় যোগদান করেছি। এসেই মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ শুরু করেছি। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে। আটক ২ ইয়াবা কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.