সম্পত্তি জবর দখলে চরের জমির মালিকানা বিরোধ

0

সম্পত্তি জবর দখলে চরের জমির মালিকানা বিরোধ
যেখানে মাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে

 

চরফ্যাশন প্রতিনিধি :

৮ জুলাই ২০২৫

চরফ্যাসনে ভাইদের সম্পত্তি জবর দখলে মৃত্যুপথযাত্রী বৃদ্ধা মাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। মুজিব নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত হারুন মোল্লার ছেলে ছিদ্দিক মোল্লা ও সফিক মোল্লার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠেছে।

আজ ৭ জুলাই সোমবার বিকেলে শশীভূষণ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষক মাকসুদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, তার পিতা হারুন মোল্লা ৬ মাস আগে মারা যান। মৃত্যুর আগে তার ধুরন্ধর দুইপুত্র ছিদ্দিক মোল্লা এবং শফিক মোল্লা বৃদ্ধ বাবাকে জিম্মি করে তার আবদুল্লাহপুর ইউনিয়নের শিবার চর গ্রামের ভিটাবাড়িসহ সমূদয় সম্পত্তি দলিল করে নেয়।

দুই ভাইয়ে পিতার সব সম্পত্তি দলিল করে নেয়ার ফলে হারুন মোল্লার অপর দুই ছেলে স্বুল শিক্ষক মাকসুদুর রহমান, আব্বাস উদ্দিন এবং মেয়ে ঝর্না বেগম পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হন। পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নেয়ার পর ভূমিলোভী ছিদ্দিক মোল্লা এবং শফিক মোল্লা বড় ভাই স্কুল শিক্ষক মাকসুদুর রহমান এবং সেজভাই আব্বাস উদ্দিনের নামীয় বন্দোবস্ত এবং ক্রয়সূত্রে মালিকানাধীন মুুজিব নগর ইউনিয়নের জমির উপর নজর দেন।

ওই জমি জবর দখল করে তারা প্রকৃত মালিক দুই ভাই মাকসুদুর রহমান এবং আব্বাস উদ্দিনের বিরুদ্ধে গত ৫ বছরে এক ডজন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেন। সম্প্রতি ভূমিলোভী দুুইভাইয়ের এই দুষ্টচক্র বড়ভাই স্কুল শিক্ষক মাকসুদুর রহমানের শ^শুড় নুর ইসলাম মিয়ার চর মোতাহার গ্রামের দেড় একর জমি দখল করে নেয়।

এই জবর দখল নির্বিঘ করতে তারা ব্রেইনস্ট্রোকে মৃত্যুপথযাত্রী ৭৫ বছরের বৃদ্ধা মাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তারা মা বিবি ফাতেমা (৭৫) কে দিয়ে বড় ছেলে স্কুল শিক্ষক মাকসুদুর রহমানের বিরুদ্ধে মাকে মারপিট করার মতো গুরুতর সজানো অভিযোগ তুলেন।

সেজ ভাই আব্বাস জানান ,মা ব্রেইন স্ট্রোকের রোগী। দিক-দিশাহীন। আমার ছোটভাইয়েরা ছিদ্দিক ও সফিক মিলে বড় ভাই স্কুল শিক্ষক মাকসুদুর রহমান ও সেজভাই আব্বাস উদ্দিনের মুজিব নগরের সাড়ে ৪ একর জমির জবর দখল বহাল রাখতে মাকে দিয়ে এমন সজানো অভিযোগ তুলেছেন। মূলতঃ মাকে তারা নিজেদের কাছে আটকে রেখেছেন। এবং সেখানে ভুলিয়ে ভালিয়ে নিজেদের সাজানো বুলি বোলাচ্ছেন।

আব্বাস উদ্দিন আরও বলেন, দুইভাই ছিদ্দিক ও সফিক মিলে বাবা-মায়ের সব সম্পত্তি অনেক আগেই দলিল করে নিয়েছেন। পরে তারা আওয়ামীলীগগের কিছু লোকজনের সাথে হাত মিলিয়ে মুজিব নগরের আমার, বড়ভাই স্কুল শিক্ষক মাকসুদুর রহমান এবং তালই নুর ইসলাম মিয়ার সাড়ে ৪ একর জমি দখল করেছে। চলতি মৌসুমে আমি ও বড় ভাই মাকসুদুর রহমান ওই জমি পুনরুদ্ধার করে চাষাবাদে গেলে তারা ক্ষুদ্ধ হয়ে প্রতিশোধ নিতে মৃত্যুপথযাত্রী মাকে ব্যবহার করে গুরুতর মিথ্যা অপপ্রচার করে। আব্বাস উদ্দিন আরো জানান, লোভী মানুষ সব সময় বিপজ্জনক। আমার ভাই হলেও ছিদ্দিক ও সফিকের কাছে আমার মায়ের জীবন নিয়ে শংকা আছি।

রাইটস ফর কোস্টাল পিপল’র মহাসচিব ইব্রাহীম খলিল সবুজ বলেছেন, চরের জমির মালিকানা বিরোধে সব সময়ই নারী. শিশু এবং বয়স্কদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়। কিছু কিছু ক্ষেত্রে নারী, শিশু ও বয়স্কদের জীবনহানির ঘটনাও ঘটে। এখানেও তাই হয়েছে। যা খুবই উদ্বেগের।

Leave A Reply

Your email address will not be published.