পানি সংকটে বিআইডব্লিউটিএর ডায়রিয়া বিভাগ

0

পানি সংকটে বিআইডব্লিউটিএর ডায়রিয়া বিভাগ।

 

আনোয়ার হোসেন রকি, চট্টগ্রাম স্টাফ রিপোটার্স 

২৯ জুলাই ২০২৫,

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বাংলা বাজার বাইপাসের সামনে অবস্থিত বিআইডব্লিউটি হাসপাতালের, জ্বর ডায়রিয়া হলেই ভালো সেবার জন্য এই হাসপাতালের তুলনাই হয়না। বক্ষব্যাধী সেবা সহ করোনাকালীন আইসোলেটেড ব্যবস্থা জন্য প্রসংশিত হয়েছিল এই হাসপাতাল, শুধুমাত্র সীতাকুণ্ড উপজেলার না চট্টগ্রামে বিভিন্ন উপজেলা থেকে সেবা নিতে ভীড় করেন হাজারো মানুষ।

গত তিন দিন যাবত পানি সংকটে বিআইডব্লিউটিএর রোগীরা, রোগীদের ভাষ্যমতে রাত দশটা থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত পানি থাকছেনা। বাহির থেকে পানি এনে যেতে হচ্ছে শৌচাগারে।

নতুন রোগীর এই বিষয়ে অবগত না হওয়াতে পড়ছেন বিপাকে। হাসপাতাল কতৃপক্ষকে অবহিত করার পরেও মিলছেনা প্রতিকার।

হাসপাতাল কতৃপক্ষের সাথে কথা হলে তারা বলেন,আমরা এই বিষয়ে অবগত আমাদের ওয়াসার পানির লাইনে জন্য তাদের বর্তমান এই সংকট, হাসপাতাল থেকে অভিযোগ জানানো হয়েছে, খুব শীগ্রই এই সংকট দূর হবে বলে তারা আশা করেন।

Leave A Reply

Your email address will not be published.