ফুলপুর পুলিশের হাতে মাদকসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার
ফুলপুর পুলিশের হাতে মাদকসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার
কামরুল ইসলাম খান : ময়মনসিংহ
Aug 1, 2025 at 18:05
ময়মনসিংহের ফুলপুর পুলিশের হাতে মাদক ও চোরাই কম্বলসহ পৃথক দুটি মামলার ৬ আসামি গ্রেফতার হয়েছে। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি মোড় হতে ভারতীয় চোরাই কম্বল ভর্তি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। ফুলপুর থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- মোঃ জাহিদুল ইসলাম (২৭), শ্রী সুজিত মালাকার ওরফে আব্দুল্লাহ (নও মুসলিম)(২৬), মোঃ সাদ্দাম হোসেন(২৪), আব্দুল কুদ্দুস (২৫) ও মোঃ রাজীব মিয়া (২৫)। আটক জাহিদুল ও রাজীব হালুয়াঘাট উপজেলার বেলতলি পশ্চিম পাড়া গ্রামের মোঃ আলী আজগরের পুত্র।
নওমুসলিম আব্দুল্লাহ রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুর মাস্টারপাড়া গ্রামের শ্রী শংকর মালাকারের পুত্র। সাদ্দাম ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর মধ্যপাড়া গ্রামের মোঃ ইসলাম শেখের পুত্র আর আব্দুল কুদ্দুস শেরপুর জেলার সদর উপজেলার খুজিউরা পাকুরিয়া গ্রামের মোঃ সোহরাব আলীর পুত্র।
অপরদিকে, কয়েক ঘন্টার ব্যবধানে শ্যামলী বাংলা গাড়ি হতে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ১ জনকে আটক করার সংবাদ পাওয়া গেছে। ফুলপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।