যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠন গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবস পালন

0 ৫৯

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠন গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবস পালন করেছে

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র

Aug 6, 2025 at 19:49

 

জনতার আবেগ, ন্যায় ও মূল্যবোধ, সম্মিলিত শক্তি, তারুণ্যের প্রতিবাদী চেতনা ও অংশগ্রহণকে অপব্যবহার করে, ঘাতকরূপে ঢুকে আঘাত করে অনুভূতি জাগিয়ে, হত্যা করে ক্ষোভ ছড়িয়ে, পুলিশ মেরে ঝুলিয়ে সন্ত্রাস করে, সমাজ-রাষ্ট্র-আইন-গণতন্ত্রকে জিম্মি করে, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবসে পরিণত হয়েছে। খবর আইবিএননিউজ ।

স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি, জামায়াত-শিবির, মৌলবাদি-সাম্প্রদায়িক শক্তি, সন্ত্রাসী-জঙ্গি গোষ্ঠীর ‘কমান্ডার’ ড.মোল্লা মোহাম্মদ ইউনূস ভয়ঙ্কররূপে জুলাই-আগস্টে শুরু করা হত্যা-হামলা-সন্ত্রাস-ধ্বংসযজ্ঞ অবিরত পরিচালনা করে চলেছে। গণতান্ত্রিক রীতি-নীতি, আইনের শাসন, কথা ও কলমের অধিকার, মানবাধিকার, ভোট সবকিছু আজ মুমূর্ষু অবস্থায় আইসিইউতে।গোটা দেশটাই আজ গণতন্ত্রের গোরস্থান। ফলশ্রুতিতে বাংলাদেশ একটি ব্যর্থ-খণ্ডিত রাষ্ট্রে পরিণত হবার উপক্রম।

 

ইনডেমনিটি দিয়ে ড.মোল্লা মোহাম্মদ ইউনূস তার জঙ্গি-সন্ত্রাসী বাহিনীকে রাষ্ট্রীয় সুরক্ষা দিয়েছে। অবাধে মানবতাবিরোধী অপরাধ পরিচালনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছে। জঙ্গলের শাসন প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যাকারী অপশক্তিকে ক্ষমতার মসনদে বসিয়েছে। মানুষকে মূল্যহীন-মর্যাদাহীন-সম্ভাবনাশূণ্য প্রাণিতে পরিণত করেছে। হতাশা-ঘৃণা-বিদ্বেষ ছড়িয়েছে মস্তিষ্কে-জনপদে। বুকফাটা আর্তনাদ, বোবাকান্না ও গোঙ্গানিতে ভারি বাতাস।

 

বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধকে ধারণ করে মানুষের যে প্রত্যাশা তার সম্মিলিত শক্তির প্রতি শ্রদ্ধা রেখে, মেটিকুলাস ডিজাইন, কিলিং মিশন ও টার্গেট কিলিং এর শিকার ও আহতের জন্য ন্যায়বিচারের অঙ্গীকার ব্যক্ত করে এবং তারুণ্যের অপ্রতিরোধ্য স্পৃহাকে সাথে নিয়ে এই অত্যাচার-পশ্চাৎপদতাকে অবশ্যই বন্ধ-বাতিল করা হবে, বিচার করা হবে।

 

তারুণ্যের অনুভূতি-নিঃশ্বাস ধারণ করে, তারুণ্যের ভাষায় কথা বলে, তারুণ্যের নেতৃত্বেই বাংলাদেশবিরোধী সকল অপশক্তিকে উৎখাত করবে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,সাংবাদিক,কবি,, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, গবেষক,মানবাধিকার কর্মী সহ সর্ব স্তরের গনমানুষ ।ফিরিয়ে আনবে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, অগ্রগতি ও মানুষের মর্যাদা।

 

গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবসে সকল শহিদ ও আহতের প্রতি শ্রদ্ধা। তাঁরা আমাদের শক্তি-সাহস। বক্তারা এ অভিমত প্রকাশ করেছেন গত ৫ আগস্ট ২০২৫,মংগলবার,সন্ধ্যা সাড়ে ৯টায় নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার.সকল সহযোগী অংশ সংগঠন সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সমুহের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাকসু’র সাবেক জিএস,বীর মুক্তিযোদ্ধা এবং কলামিস্ট ড.প্রদিপ রক্ষন কর ।

 

যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন,দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক ও কলামিস্ট এমএ করিম জাহাঙ্গীর,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ও লেখক খুরশিদ আনোয়ার বাবলু,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,

 

বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরদার,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন জলিল,শেখ হাসিনা মন্ত্রের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কায়কোবাদ খান,আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া অনু,আওয়ামী লীগ নেতা কাজল মাহমুদ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াৎ হোসেন,আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী গজনবী,যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোর্শেদা জামান,আওয়ামী লীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখুর ছাত্র নেতা জেসমিন আক্তার কহিনুর,নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম ।

 

সম্পাদক শাহীন আজমল,আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন মোল্লা,একে চৌধুরী,সাংস্কৃতিক সংগঠক মোজাহিদ আনসারী,কবি ফজলুল কাদের,চিএ শিল্পী গুন,আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান দুলাল,ওয়াব জুয়ারদার,শেখ ফারুক,সাংবাদিক আহসান হাবিব,মোহাম্মদ আইয়ুব,মোহাম্মদ সুমন,প্রকৌশলী জাহিদ,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়,সহ সভাপতি শহিদুল ইসলাম,

 

যুক্তরাষ্ট্র যুবলীগ আহ্বায়ক শেখ জামাল হোসেন,যুবলীগ নেতা খন্দকার জাহেদুল ইসলাম,এডভোকেট আবু বকর সাদেক তুষার প্রমুখ ।প্রতিবাদ সমাবেশের শুরুতে ১৯৫২-এর মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,২১শে আগস্ট ২০০৪ ঢাকায় গ্রেনেড হামলা,১৯৭৫-এর ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিস্ঠুর হত্যাকান্ড, স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোন,২০২৪ এর জুলাই-আগস্ট সহ ১৬ জুলাই ২০২৫ গোপালগঞ্জের অবৈধ ড.মোল্লা মোহাম্মদ ইউনুস কতৃক সেনা-পুলিশ এর গুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.