দশমিনায় বিএনপির বিজয় র‍্যালী ও আলোচনা সভা

0 ২৫

দশমিনায় বিএনপির বিজয় র‍্যালী ও আলোচনা সভা

 

রবিউল হাসান ডব্লিউ,
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি

 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে একটি বিজয় র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুস্থলে এসে শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আলম শানুর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ

 

জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাভোকেট খোরশেদ আলম, সহ-সভাপতি ওহাব চৌধুরি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক

ফকরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন প্যাদা, উপজেলা বিএনপির যুবদলের সদস্য সচিব এ্যাভোকেট এনামুল হক রতন, আহবায়ক শামীম খান, গনঅভ্যুত্থানে নিহত শহীদ জিহাদ বাবা নুরুল আমিন মোল্লা, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব গাজী সালাউদ্দিন সহ উপজেলার ও ইউনিয়ন বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আজকের এ বিজয় সকল শহীদের বিজয়। আজকের এ বিজয় হাজার হাজার নেতাকর্মী বছরের পরে বছর কারাবাসের বিজয়। আপনারা কোন লোকের ক্ষতি করবেননা। আপনারা মায়ার বন্দনে জড়িয়ে রেখে এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে পরিবর্তন করবেন।

Leave A Reply

Your email address will not be published.