রাজধানীর পোস্তগোলায় নসরুল হামিদের বিশাল বাংলো বাড়ি ভাঙা হচ্ছে

0 ৬৫

রাজধানীর পোস্তগোলায় ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানে আওয়ামী লীগ সরকারের সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিশাল বাংলো বাড়ি ভাঙা হচ্ছে।

 

নিজস্ব প্রতিনিধি ঢাকা :

Aug 20, 2025 at 20:32

 

বিআইডব্লিউটিএ জানায়, এক একরেরও বেশি নদীর জায়গা অবৈধভাবে ভরাট করে বাড়িটি তৈরি করা হয়েছিল। ক্ষমতার প্রভাবে একাধিকবার চেষ্টা করেও ভাঙা যায়নি।
কর্মকর্তারা বলছেন, এবার বাড়িটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। আদালতের আদেশে এই উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান তারা।

বুধবার সকালে রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জে নদীর জমিতে অবৈধভাবে একটি বাংলো বাড়ি বানিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাবেক সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি আমাদের নদীর জায়গা দখল করে দোতলা একটি বাংলো বাড়ি তৈরি করেছেন। এটি তিনি অবৈধভাবে করেছেন। আগেও আমরা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি, কিন্তু সরকারে থাকায় এটা উচ্ছেদ করা যায়নি।’

মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরবর্তীতে আমরা কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেবো, এই যে অবমুক্ত করা জায়গা, এখানে কোনো ইকোপার্ক করা যায় কিনা। এমন চিন্তাভাবনা আমাদের আছে।’

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাবেক সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি আমাদের নদীর জায়গা দখল করে দোতলা একটি বাংলো বাড়ি তৈরি করেছেন। এটি তিনি অবৈধভাবে করেছেন। আগেও আমরা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি, কিন্তু সরকারে থাকায় এটা উচ্ছেদ করা যায়নি।’

২০১৯ সালে বুড়িগঙ্গার নদী ও আশপাশের সরকারি জায়গার সীমানা নির্ধারণ করা হয়। প্রভাবশালীদের অবৈধ স্থাপনার কারণে সংকুচিত হয়ে পড়েছে নদী। এসব জমি পুনরুদ্ধারে অভিযান চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরবর্তীতে আমরা কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেবো, এই যে অবমুক্ত করা জায়গা, এখানে কোনো ইকোপার্ক করা যায় কিনা। এমন চিন্তাভাবনা আমাদের আছে।’

এর আগে, নদীর জায়গা দখল করে তৈরি অবৈধ ডকইয়ার্ড ও ভবন ভেঙে দিয়েছে অভিযানে।

Leave A Reply

Your email address will not be published.