দশমিনায় কৃষকদলের কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত

0

দশমিনায় কৃষকদলের কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত

 

রবিউল হাসান ডব্লিউ
দশমিনা(পটুয়াখালি)প্রতিনিধি

 

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দশমিনা উপজেলা কৃষক দল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে দশমিনা উপজেলা কৃষকদলের আয়োজনে দশমিনা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রর সমনের সরকে বিক্ষোভ মিছিল ও সমাবে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল,সাংগঠনিক সম্পাদক বেল্লাল মৃধা, উপজেলা কৃষকদলের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক হারুনার রশিদ, সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাহাবুল, সাধারণ সম্পাদক মোঃ হেল্লাল হোসেন সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খাঁন বাবুল ভাইকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা জ্ঞাপন করেছি।

তারা আরো বলেন,বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য যে তালবাহানা শুরু করছে তাতে তারা সফল হবে না। এ সরকার মনে করে বাবুল ভাইকে জেলে ঢুকানো মানে বিএনপি ও কৃষক দলেকে ভয় দেখানো, কিন্তু তাতে আমরা ভয় পাই না।

বিএনপি এরকমের লক্ষদিক নেতা বাংলাদেশ বিদ্যমান। সুতরাং বাবুল ভাই সৎ ও নিষ্ঠাবান ভদ্রলোক মানুষ আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। আগামী তিন দিনের মধ্যে শহীদুল ইসলাম বাবুলকে মুক্তি দেওয়া না হলে আমরা বীরত্বের আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

Leave A Reply

Your email address will not be published.