রাজধানী যাত্রাবাড়ীতে জমি দখলের চেষ্টায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
রাজধানী যাত্রাবাড়ী মীরহাজার বাগ জমি দখলের চেষ্টায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি ঢাকা :
Aug 22, 2025 at 02:38
রাজধানী যাত্রাবাড়ী থানাধীন পশ্চিম মিরহাজীরবাগ মোল্লা পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা তাদের পৈতৃক সম্পত্তি জবর দখলের অভিযোগ, ৪০৬/১ মিরহাজীর বাগ মোল্লা পাড়া এলাকার মোঃ মাসুদুর রহমান টিটু (৩০), পিতা মৃত আব্দুল খায়ের। অভিযোগ সূত্রে জানা যায় মোঃ মাসুদুর রহমান টিটু , সাবেক ঢাকা চার আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর সহ যোগিতায় গত ২০/৪/২০১৯ ইং তারিখ যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন টিটু মামলা নং ৭৫/০৪/১৯ পুনরায় ২৩/০৪/২০১৯ যাত্রাবাড়ী থানায় আরো একটি মামলা দায়ের করেন মামলা নং ৯১ (৪) ২০১৯
এই মামলা ২টি একই ঘটনার এবং এই মামলায় স্থানীয় মরহুম মোঃ বোরহান উদ্দিনের সন্তান, স্ত্রী সহ মোট ৬ জনকে আসামি করেন, টিটু । এমপির সুপারিশে গত ২০/৪/২০১৯ তারিখ উক্ত ঘটনায় ২ জনকে গ্রেফতার করে কোর্টে চালান করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
পরে বিজ্ঞ সিএমএম আদালত নং -৩৫ এর বিচারক মামুনুর রশিদ মামলাটি পর্যালোচনা করে কোনো সত্যতা না পাওয়ায় গত ৭/৩/২০২২ ইং তারিখ মামলাটি খারিজ করে দেন।
বাদী মাসুদুর রহমান টিটু মামলা খারিজ হওয়ার পরে বিজ্ঞ সিএমএম আদালতের উপর সংক্ষুব্ধ হয়ে পুনরায় এমপির পরামর্শে আবার মহানগর দায়রা জজ আদালতে একটি ফৌজদারি রিভিশন মামলা দায়ের করেন মামলা নং ১৯৯৯৩/২০২২ যাহা মামলা খারিজের ২ মাস পর। বিবাদী পক্ষ বলেন, মোঃ মাসুদুর রহমান টিটু একজন আওয়ামী লীগের দোসর, ভূমিদস্যু, মামলবাজ হিসেবে এলাকায় পরিচিত।
তার সাথে বিভিন্ন সন্ত্রাসী ভূমিদস্যু বাহিনীর সাথে যোগাযোগ রয়েছে। তিনি একজন লোভি প্রকৃতি মানুষ।
অন্যের জমিজমা দখল করাই তার পেশা। যাহার ভুক্তভোগী জনির পরিবার।