যাত্রাবাড়ীতে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা : র‌্যাব-১০ এর অভিযানে একজন গ্রেফতার

0 ৪২

যাত্রাবাড়ীতে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা : র‌্যাব-১০ এর অভিযানে একজন গ্রেফতার।

 

নিজস্ব প্রতিনিধি ঢাকা :

Aug 26, 2025 at 14:14

 

 রাজধানীর যাত্রাবাড়ীতে রং মিস্ত্রী শেখ বাবুল হোসেন বাবু (৩৫)’কে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর র‌্যাব-১০ নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি মোঃ রাসেল ওরফে চান্দু রাসেল (৩৪)’কে গ্রেফতার করে।

গত ১১/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.১০ ঘটিকার সময় ভিকটিম শেখ বাবুল হোসেন বাবু (৩৫) কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে, ধলপুর হাসনাহেনা গলির তিন রাস্তার মোড়ে পৌঁছার সঙ্গে সঙ্গে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। মাথা, পেট, বুক, পিঠ ও পায়ে এলোপাতাড়ি কোপানো হয় তাকে।

স্থানীয় সিকিউরিটি গার্ড ও এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় ভিকটিম বাবুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.২৫ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ডিসিস্টের বাবা যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ৬৭, তারিখ- ২১/০৮/২০২৫ খ্রি.)।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। র‌্যাব-১০ এর একটি দল, সিনিয়র এএসপি এসএম হাসান সিদ্দিকীর নেতৃত্বে গত ২৫/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ১১.১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতেনপাড়ায় অভিযান চালায়।

সেখান থেকে মামলার অন্যতম আসামি মোঃ রাসেল ওরফে চান্দু রাসেল (৩৪), পিতা- মোঃ আমির হোসেন, সাং- দুলুখন্ড, থানা- নড়িয়া, জেলা- শরিয়তপুর, এ/পি সাং- দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা’কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.