দশমিনার সাবেক ইউএনও মারা গেলেন
দশমিনার সাবেক ইউএনও মারা গেলেন
রবিউল হাসান ডব্লিউ, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন (৩৮) মারা গেছেন।
রোববার বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টায় তিনি ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরিতে প্রশিক্ষণরত অবস্থায় মারা যান।
ইউএনওর আল আমিনের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে। তার বাবার নাম মুক্তিযোদ্ধা হাসেম। তিনি দুই জমজ শিশু কন্যা সন্তানের জনক রেখে যান।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
পটুয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ইউএনও মো. আল আমিনের লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।