শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন
শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন
জামালপুর প্রতিনিধি
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমিয়ে দাও দিতে হবে এই স্লোগান কে সামনে রেখে শেরপুর জেলা জাতীয় পার্টি দ্বি- বার্ষিক সম্মেলন করেন।শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটির আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যানের সভাপতিত্বে শেরপুর জেলা জাতীয় পার্টি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় সংসদের উপনেতা জিএম কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন হাওলাদর, কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ এমপি , প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব
বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি, মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি,সঞ্চালনায় সাঃ সম্পাদক জেলা জাতীয় পার্টি অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা, মোস্তফা আল মাহমুদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল, সদস্য জেলা জাতীয় পার্টি জনাব মোঃ মাহমুদুল হক মনি, সহ সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান চেয়ারম্যান ,
আলহাজ্ব সৈয়দ আতর আলী সাবেক চেয়ারম্যান, খোরশেদ আলম ফর্সা, জেলার সহসভাপতি ও সদর পৌর কমিটির সভাপতি শাহ্ মোহাম্মদ হারুন জিলানী সাবেক কাউন্সিলর, যুগ্ম সম্পাদক মোঃ কাজী শাহনেওয়াজ শাহীন, সহ সম্পাদক তাজুল ইসলাম হেলাল,সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মোরাদ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উসমান গনি। মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন বিদ্যুৎ কখন আসে সেই অপেক্ষায় থাকতে হয় আর সেই বিদ্যুৎ নাকি এক সময় ফেরী করে মানুষের কাছে বিক্রি করতে হবে আর এই বিদ্যুৎ আওয়ামী লীগ চুরি করেছেন। লুটপাট, বিদেশে অর্থ পাচার,বিদেশে সাহেব পাড়ায় বাড়ী, মিথ্যাচার জনগন এখন সব জানে এবার মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না আওয়ামী লীগ কে।
নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। প্রধান অতিথি সংসদের উপনেতা জিএম কাদের বলেন দ্রব্য মূল্যের বৃদ্ধিতে মানুষ আজ দিশেহারা সরকার উন্নয়ন করেছেন কিন্তু জনগনের উন্নয়ন করেন নাই নিজেদের উন্নয়ন করেছেন।
মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না আগামীতে ইনশাআল্লাহ জাতীয় পার্টি সরকার গঠন করবে ।দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন ও সাঃ সম্পাদক মোঃ মাহমুদুল হক মনি সাংগঠনিক সম্পাদক আশরাফ নির্বাচিত হোন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান জিএম কাদের আগামী সংসদ নির্বাচনে ইলিয়াস উদ্দিন কে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন।