চোরাইকৃত স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার সহ ০১ জন আসামি গ্রেফতার।
চোরাইকৃত স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার সহ ০১ জন আসামি গ্রেফতার।
Dhaka post today
নিজস্ব প্রতিনিধি:
গত ১১/০৬/২৩ ইং তারিখ বাদী সৌরভ বনিক (২৬), মুরাদনগর থানায় হাজির হইয়া বিবাদী রুনা আক্তার সামিরা ফাতেমা (২১), এর বিরুদ্ধে অভিযোগে জানায়
যে অদ্য দুপুর অনুমান ০১.১০ ঘটিকার সময় উক্ত আসামী মুরাদনগর থানাধীন ১৫নং নবীপুর (পশ্চিম) ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজারস্থ বাদীর নিপুন জুয়েলার্স দোকানে আসিয়া জানায় তার বোনের বিবাহ উপলক্ষে স্বর্ণ লাগবে। আসামীর কথা মতো বাদী
০১। ০২ (দুই) জোড়া ২২ (বাইশ) ক্যারেটের স্বর্ণের চুড়ি, যাহার ওজন- ০৬ (ছয়) ভরি ০৮ (আট) আনা, মূল্য অনুমান- ৫,৯৮,০০০/- (পাঁচ লক্ষ আটানব্বই হাজর টাকা) এবং
২। ০২ (দুই) টি ২২ (বাইশ) ক্যারেটের স্বর্ণের চেইন, যাহার ওজন- ০২ (দুই) ভরি, ১৪ (চৌদ্দ) আনা ০২ (দুই) রত্তি, মূল্য- ২,৬৬,০০০/- (দুই লক্ষ ছিষট্টি হাজার টাকা), সর্বমোট মূল্য- ৮,৬৪,০০০/- (আট লক্ষ চৌষট্টি হাজার টাকার) স্বর্নালংকার দেখায় এবং তার হাতে বাদীর উক্ত স্বর্ণলংকারের জুয়েলারী লাল বক্স দিয়ে প্যাকেট করার জন্য ব্যাগ আনতে দোকানের পিছনের অংশে যায়।
কিছুক্ষণ দুপুর অনুমান ০১.১৫ ঘটিকায় ফিরে আসিয়া দেখে যে, বাদীর দোকানের ভিতর থাকা বর্ণিত আসামী ও তাহাকে দেওয়া বাদীর বর্ণিত মালামাল (স্বর্ণালংকার) নাই। উক্ত অভিযোগের ভিত্তিতে মুরাদনগর থানার একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) ওমর ফারুক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীকে হোমনা থানা পুলিশের সহযোগিতায় ১২/০৬/২৩ ইং তারিখ ভোর অনুমান ০৪.৫০ ঘটিকায় আসামির বসত বাড়ি হোমনা থানাধীন ঘনিয়ারচর (ছোট) মিছির আলী প্রধানের বাড়ি থেকে বাদীর চোরাই যাওয়া বর্ণিত
স্বর্ণালংকারসহ নগদ ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে উক্ত টাকা দেবিদ্বার থানাধীন স্বর্ণ দোকান চুরির স্বর্ণ বিক্রয়ের টাকা বলে জানাই।
এতদাসংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মুরাদনগর থানার মামলা নং- ০৭, তাং- ১২/০৬/২০২৩ইং, ধারা- ৩৮০/৪১১ পেনাল কোড রুজু করা হয় এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে উক্ত আসামি বিজ্ঞ আদালতে উক্ত ঘটনার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে।