নেছারাবাদে উপ-নির্বাচন

0 ১৮২

নেছারাবাদে উপ-নির্বাচন
মনোনয়নে বৈধ ৯ চেয়ারম্যান ও ৩ সদস্য প্রার্থীর

Dhaka post today
নিজস্ব প্রতিনিধি:

নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান ও ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রাথমিক যাচাই বাছাইয়ে নয় চেয়ারম্যান ও তিন সদস্যের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশনার।

গতকাল সোমবার উপজেলা নির্বচান কমিশনারের দপ্তরে জমাকৃত সকল প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গাছে, ১৭ জুলাই উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গাজী মিজানুর রহমান মিজান, শান্তা রানী সুতার, গাজি হুমাউন কবির(আলতাফ), মাহমুদ হাসান, সফিকুল ইসলাম, বাবুল শেখ, এস,এম, রাশেদুল হাসান, রফিকুল ইসলাম স্বতন্ত্র এবং বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ফারজানা আক্তার।

সাইদুল ইসলাম, আমিনুল ইসলাম ও হাসানুর রহমান ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অত্র ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার মৃত্যুবরণ করায় শূণ্য পদে তার পুত্রবধু ফারজানা আক্তার নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চেয়ারম্যান প্রার্থী মাহমুদ হাসানের বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ জানান, বিএনপির কোন কর্মী বা নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা তা আমার জানা নাই। বিএনপির দলীয় সিদ্ধান্তে দলের কোন লোক নির্বাচনে অংশগ্রহণ করবে না।

উপজেলা নির্বাচন কমিশনার শাহীন শরিফ বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারগণ যাতে সুষ্ঠ ভাবে ভোটদান করতে পারেন সে জন্য আইন শৃংখলা বাহিনী সতর্ক থাকবে পাশাপাশি প্রার্থীদের এব্যপারে সতর্ক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.