এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও-এমপি
গলাচিপায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও-এমপি।
মোঃ নাসির উদ্দিন গলাচিপা (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা ২০২৩ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা দেখতে কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল ও ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় সারাদেশের ন্যায় গলাচিপা উপজেলায় ১০টি কেন্দ্রে ও ৭টি ভ্যানুতে এসএসসি, দাখিল, কারিগরি ও সমমানের পাবলিক পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও পরীক্ষা নিয়ন্ত্রণের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল দুর্গম ২টি চরাঞ্চল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সমূহে সরকারি কর্মকর্তা ভিজিটিং টিম সংশ্লিষ্ট হল সুপার, কেন্দ্র সচিব, নিরপেক্ষ শিক্ষক-শিক্ষিকা দ্বারা
এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রেগুলোর সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারছে কীনা এ বিষয়ে কেন্দ্রগুলো পরিদর্শন করেন এসএম শাহজাদা (এমপি)। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় তিনি প্রশাসন ও শিক্ষকদের ধন্যবাদ জানান। পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের আশেপাশে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। এছাড়া শহর-বন্দর, বাজারের সকল কম্পিউটার, ফটোকপি দোকান ও কোচিং সেন্টার সমূহ সরকারের নির্দেশ মোতাবেক বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা বলেন, এ বছর গলাচিপা উপজেলায় মোট ৪ হাজার ৭শ’ ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মানবিক-ব্যবসা-বিজ্ঞান বিভাগে ৩ হাজার ২শ’ ৮৮ জন, মাদ্রাসায় ১ হাজার ৫৮ জন ও ভোকেশনাল কারিগরি ৪শ’ ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।