দুই মাদক সেবীর ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই সেবীর ৬ মাসের কারাদণ্ডমাদক
Dhaka post today
রতন
ইনতিসার,বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি ঃ
জামালপুরের বকশীগঞ্জে দুই মাদক সেবীকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী।
বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এই দন্ড দেওয়া হয়।
শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে কামালপুর ইউনিয়নের লাউচাপড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে লাউচাপড়া সামিউল মেম্বারের বাড়ির উত্তরে পাশে পাকা সড়ক থেকে গাঁজা সেবন অবস্থায় বাট্টাজোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মাদক সেবী মোঃ শহিদ মিয়া (৩৫) ও শ্রীবরদী উপজেলার পাঁচ মেঘাদল এলাকার আবদুস সাত্তারের ছেলে আব্দুল মাজিদ (৩৫) কে আটক করা হয় । পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতাউর রাব্বী।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা সমকালকে বলেন, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং অভিযান অব্যহত থাকবে।