হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পৈক্তিক সম্পত্তি জবর দখল

0 ১৭০

শরীয়তপুর জাজিরায় জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Dhaka post today
নিজস্ব সংবাদদাতা:

শরীয়তপুর জাজিরায় দক্ষিণ ডুবলদিয়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পৈক্তিক সম্পত্তি জবর দখল করার অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের আদেশের কপি নিয়ে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসনের নিকট বার বার ধরনা দিয়ে সহযোগিতা না পেয়ে (১৭জুলাই) সোমবার শ্যামপুর থানা প্রেসক্লাব ঢাকাতে সংবাদ সম্মেলন করেছেন মোঃ মোনছের মৃর্ধা।

মোঃ মোনছের মৃর্ধা জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয় গ্রামের (মৃত) মোঃ মুলাই মৃর্ধার ছেলে।
মোঃ মোনছের মৃর্ধা ও তার ছেলে মোঃ রুবেল মৃর্ধা পিতাঃ মোঃ মোনছের মৃর্ধা লিখিত বক্তব্যে জানান, জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া গ্রামে নিজ পৈক্তিক সম্পক্তি, তফসিল ভূমির পরিচয়: জেলাঃ শরীয়তপুর, থানাঃ জাজিরা, মৌজাঃ দক্ষিণ ডুবলদিয়া এস. এ খতিয়ান নং-৩৯ এস এ দাগ নং- ৮৪,৮৫ এবং ৮৬ দাগের (১.৫৪ একর + ২০ শতাংশ + ২০ শতাংশ) = ১.৯৪ একর ভূমি হইতে ২৫ শতাংশ ভূমি বাদী পক্ষের স্থানী নিষেধাজ্ঞার দাবীকৃত। যাহার বি আর এস ৯৫ নং থতিয়ানে বি আর এস ৪৭৬/৭৩৭ নং- দাগের ২৬৫ শতাংশ স্থানী নিষেধাজ্ঞার দাবীকৃত মোট ক+খ নয়- তফসিলে (৩৩+২৫)= ৫৮ শতাংশ স্থানী নিষেধাজ্ঞার দাবীকৃত নালিশী ভূমি।

মোঃ মোনছের মৃর্ধার ছেলে মোঃ রুবেল মৃর্ধা সংবাদ সম্মেলনে বলেন, তাদের পৈক্তিক সম্পত্তি নিয়ে, আলী হোসেন কাজী, রুস্তম বেপারি, দেলোয়ার কাজী গং তাদের নিজ ভূমিতে জবর দখল ভাবে দুটি ঘড় ভেঙ্গে এবং তাদের পরিবারের মা ও বোন দের মারধর করে জমি দখলের চেষ্টা চালিয়ে যান।

মোঃ রুবেল মৃর্ধা জানান, মারধরের ঘটনায় গত ১৩-০৭-২০২৩ ইং জাজিরায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে মোঃ মোনছের মৃর্ধা ও তার ছেলে মোঃ রুবেল মৃর্ধা ও তাদের পরিবারের সদস্যরা বলেন, আমরা যেনো আইনগতভাবে সঠিক সমাধান পাই, প্রশাষনের নিকট সেই আশা ব্যক্ত প্রকাশ করেন মোনছের মৃর্ধার পরিবারের সদস্যরা।

Leave A Reply

Your email address will not be published.