রাজধানীর মাতুয়াইলে তিশা পরিবহনের বাসে আগুন
রাজধানীর মাতুয়াইলে তিশা পরিবহনের বাসে আগুন
dhaka post today
এম রাসেল সরকার:
রাজধানীর মাতুয়াইল মেডিকেল এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিশা পরিবহনের একটি বাসে দুপুরে কে বা কারা আগুন লাগায়। পাশের সান্টু ফিলিং স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
সকাল থেকে এই এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো। এর আগে স্বদেশ এবং শ্রাবণ পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। আরও কয়েকটি বাসে আগুন লাগানোর চেষ্টা করলেও পুলিশের বাধায় তা বাসগুলো রক্ষা পায়।
এর আগে দুপুর ১২টার দিকে এই এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে। এবং পুলিশ সাংবাদিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতেও দেখা যায়।