বকশীগ‌ঞ্জে ব্যাবসায়ীর উপর অতর্কিত হামলা

0 ১৯৫

বকশীগ‌ঞ্জে ব্যাবসায়ীর উপর অতর্কিত হামলা

রতন ইন‌তিসার,বকশীগঞ্জ জামালপুর প্রতি‌নি‌ধি,

জামালপু‌রের বকশীগ‌ঞ্জে জ‌মি নি‌য়ে পূর্ব শত্রুতার জের ধরে ব্যাবসায়ী হারুন মিয়া (৩২) উপর অত‌র্কিত হামলার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে ও বেদম মারধর করা‌ হ‌য়ে‌ছে। হারুন মিয়া গোয়ালগাও গ্রা‌মের জ‌লিল মিয়ার ছে‌লে।

সোমবার দুপু‌রে পূর্ব গোয়ালগাও এলাকায় এ হামলার ঘটনা ঘ‌টে। জ‌মি নি‌য়ে পূর্ব শত্রুতার জের ধরে ব্যাবসায়ী হারুন মিয়ার উপর অতর্কিত হামলা মারধর ও মোটরসাইকেল ভাংচুর করার অভিযোগ উঠেছে একই এলাকার সুমন গংদের বিরুদ্ধে।

বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন হারুন মিয়া বলেন,বাবুল মিয়ার ছেলে সুমন,বুলবুল ও আলালসহ ১০/১২ জন তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার মোটরসাইকেল ভাংচুর করে। হামলায় তার পা ভেঙে গেছে। তিনি আরো বলেন,আমাকে মারধোর করার পর এখন মিথ্যা নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধেই মামলা করার হুমকি দিচ্ছে সুমন ও তার পরিবারের লোকজন। এই বিষ‌য়ে হারুন মিয়া বা‌দী হ‌য়ে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন

Leave A Reply

Your email address will not be published.