পনির চন্দ্র বিশ্বাস নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’

0 ২৩১

পনির চন্দ্র বিশ্বাস নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’

dhaka post today

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরের জুরাইন মাজার গেট এলাকায় পনির চন্দ্র বিশ্বাস (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে গেলে চিকিৎক মৃত ঘোষণা করেন।

নিহত পনির বিশ্বাসের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সদর থানার যুগুনি ঘাট এলাকায়। তিনি শ্যামপুরের মাজার গেট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

নিহত পনির চন্দ্র বিশ্বাসের বাবা প্রদীপ চন্দ্র বিশ্বাস বলেন, আমি গার্মেন্টসে কাজ করি। তার মা একটি ফার্মাসিটিক্যাল কোম্পানিতে চাকরি করে। পনির চন্দ্র একটি ওয়ার্কশপে কাজ করতো। আজ সকালে আমরা কাজে চলে গেলেও পনির যায়নি। পরে দুপুর সোয়া একটার দিকে প্রতিবেশীদের মাধ্যমে খবর পাই আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ম‍ৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমার দুই ছেলের মধ্যে পনির সবার বড়। কী কারণে সে গলায় ফাঁস দিল, বুঝতে পারছি না। আমাদের সঙ্গে তার কোনও মনোমালিন্য হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শ্যামপুর থানাকে জানানো হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.