৩৮ ঘন্টা পর পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া কুদ্দুছের লাশ উদ্ধার
৩৮ ঘন্টা পর পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া কুদ্দুছের লাশ উদ্ধার
dhaka post today
মতিউর রহমান রিয়াদঃ (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া কুদ্দুস সরদার নামে এক মাদক ব্যবসায়ী পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৩৮ ঘন্টা পর তার মরদেহ ভেসে উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বালিগাও ইউনিয়ন থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বেতকা ইউনিয়নের দ্বিপাড়া আশ্রায়ন প্রকল্পের পিছনে ডহরী তালতলা খাল থেকে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়
পরে পুলিশ লাশটি উদ্ধার করে। মো. কুদ্দুস সরদার (৪২) হাট বালিগাও গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। জানা যায়, বুধবার (৯ আগস্ট) বিকাল ৫টার দিকে পুলিশ দেখে কুদ্দুস সরদার দৌড়ে পালিয়ে বালিগাও খালের পানিতে ঝাঁপ দেয়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ফিরে চলে যায়।
পরে কুদ্দুস সরদারের পরিবার ৯৯৯ ফোন দিলে বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা থেকে আসা ডুবরি দল উদ্ধারের অভিযান চালিয়েও তাকে খুজে পায় নাই। কুদ্দুস সরদারের মা তহুরা বেগম জানান- পানিতে ঝাঁপদিয়ে আমার ছেলে ভাসতে ভাসতে আসতে ছিলো।
পরে পুলিশের সামনেই তলাইয়া গেলো, কিন্তু পুলিশ তাকে পানি থেকে নেমে উদ্ধার করে নাই। আমার ছেলেকে তারা হত্যা করেছে। আমি এর বিচার চাই। কুদ্দুস’র মেয়ে ফাহিমা জানান- আমার বাবাকে তারা চাইলে বাঁচাতে পারতো। কিন্তু পুলিশ আমারা বাবাকে বাচাঁইলোনা। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চাই।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজং থানায় মো. কুদ্দুস সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চুরির অভিযোগে ১৪ টি মামলা রয়েছে।