ওয়ারীর মেথর পট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু

0 ৫৬

ওয়ারীর মেথর পট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু

 

dhaka post today

রাজধানীর ওয়ারীর মেথর পট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২সেপ্টম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেলোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আজিজুল বলেন, আমরা ঠিকাদারের অধীনে দিন মজুরিতে শ্রমিক হিসেবে কাজ করি। আজ দুপুরের দিকে দেলোয়ারসহ আমরা কয়েকজন শ্রমিক ওয়ারী থানাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের চন্দ্র মোহন বসাক লেনে ড্রেন সংস্কারের কাজ করছিলাম। এ সময় শাবল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ মাটির নিচ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শে অচেতন হয়ে যান দেলোয়ার। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দেলোয়ার সুনামগঞ্জের ধর্মপাশা থানা এলাকার বাসিন্দা। তিনি ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.