কেরানীগঞ্জে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ ০৯ সদস্য গ্রেফতার

0 ৩৫৯

কেরানীগঞ্জে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ ০৯ সদস্য গ্রেফতার

 

এম রাসেল সরকার:

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হাসনাবাদ এলাকা থেকে মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ ০৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

গ্রেফতারকৃতরা হলেন, মুক্তা বেগম (৪৫), শাহনাজ বেগম (২৫), নিপা আক্তার (২০), মনি শীল (২১), লাইলী (২৫), মোঃ সম্রাট খন্দকার (২৫), মোঃ ওসমান গনি বেপারী (২৫), মোঃ মিরাজ (২৫), মোঃ সিদ্দিক (৪০)।

 

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার মধ্য রাতে র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে মানব পাচারকারী চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

 

আমিনুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার নারী ও শিশুপাচারকারী চক্রের সক্রিয় সদস্য।চক্রটি বেশ কিছুদিন যাবত পরস্পর যোগসাজসে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন এলাকার গরিব, অসহায়, বেকার এবং বিভিন্ন স্কুল/কলেজে পড়ুয়া মেয়েদের উচ্চ বেতনে চাকরীর প্রলোভন দেখিয়ে প্রতারনামূলকভাবে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করতেন।

 

এছাড়াও অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী রাষ্ট্রে পাচার করতো। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.