ধূমপান ও তামাকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আরও পরীক্ষা করা দরকার

0 ৬৫

ধূমপান ও তামাকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আরও পরীক্ষা করা দরকার

 

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিসভা থেকে ফেরত পাঠানো হয়েছে ধূমপান ও তামাকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন। সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি জানান, ধূমপান ও তামাকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনটির বিষয়ে মন্ত্রিসভা থেকে বলা হয়েছে, এটি আরও পরীক্ষা করা দরকার। অংশীজনদের আরও মতামত লাগবে। যে কারণে আইনটি ফেরত পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা (স্থাবর সম্পত্তি অর্জন নিয়ন্ত্রণ) আইন, ২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, যেহেতু সামরিক শাসনের সময় জারি করা আইন প্রয়োজনমতো পরিবর্তনের কথা বলা হয়েছিল। সর্বোচ্চ আদালত এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। এগুলো বাতিল হবে, প্রয়োজন মনে হলে সরকার এগুলোকে আবার নতুন করে আইন করতে হবে। ভূমি মন্ত্রণালয় থেকে বাংলায় করে আইনটি উপস্থাপন করা হয়েছে। দুয়েকটি জায়গায় তারা পরিবর্তন করেছেন।

আইনে বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা ক্রয়, বিনিময়, দান বা অন্যভাবে বাংলাদেশের অভ্যন্তরে স্থবির সম্পদ অর্জন করতে পারবে না। আগে কেবল ক্রয়ের মাধ্যমে মালিকানা নিতে পারতেন। এখন সরকারের অনুমোদন ছাড়া কোনোভাবেই তারা নিতে পারবেন না।

 

Leave A Reply

Your email address will not be published.