যাত্রাবাড়ী এলাকা থেকে ৮০ কেজি গাঁজাসহ ০৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0 ১১২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে প্রায় ২৪ লক্ষাধিক টাকা মূল্যমানের ৮০ কেজি গাঁজাসহ ০৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ।

নিজস্ব সংবাদদাতা :

গতকাল ১৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক ২৪,০০,০০০/- (চব্বিশ লক্ষ) টাকা মূল্যমানের ৮০ (আশি) কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ ইয়াছিন (২৩), পিতা-মৃত শাহ্জামাল, এ/পি-সাং-হলুদিয়া, গোয়ালিমান্দা বাজার, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ (ভাসমান), ২।

 

মোঃ মশাল (২৩), পিতা-মোঃ টাক্কা মিয়া, এ/পি-সাং-হলুদিয়া, গুচ্ছগ্রাম, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ (ভাসমান), ৩। মোঃ রাজ্জিকুল ইসলাম (১৯), পিতা-মোঃ মুক্তি মন্ডল, এ/পি-সাং-হলুদিয়া, গোয়ালিমান্দা বাজার, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ (ভাসমান), ৪।

 

মোছাঃ হামিদা বেগম (৪১), স্বামী মোঃ মুক্তি মন্ডল, সাং-নাপিতভীটা, মৌজা মান্দ্রা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, ৫। মোঃ লুৎফর বিশ্বাস (৩৮), পিতা-মৃত আঃ বারেক বিশ্বাস, সাং-কাঠিপাড়া, বিশ্বাসবাড়ী, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.