ভি-রোল ফর্ম জমা দেওয়ার সময় শেষ বারের মতো বৃদ্ধি করলো এনটিআরসিএ

0 ৭৫

ভি-রোল ফর্ম জমা দেওয়ার সময় শেষ বারের মতো বৃদ্ধি করলো এনটিআরসিএ

 

নিজস্ব সংবাদদাতা 

সেসিপ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম (ডি-রোল) অনলাইনে দাখিল করার সময় বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটির শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ডি-রোল) অনলাইনে পূরণ করে আবশ্যিকভাবে অনলাইনে দাখিল করার সময় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।

 

পরবর্তীতে তা বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বর্ধিত করা হয়।কিন্তু এখন পর্যন্ত অনেকেই ভিরোল দাখিল করেনি। প্রার্থীগণের সুবিধার্থে অনলাইনে ভি-রোল ফরম দাখিলের সময়সীমা আগামী ১৫ নভেম্বর রাত ১২.০০টা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোন প্রার্থী ডি-রোল ফরম দাখিল (Submit) না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।উল্লেখ থাকে যে পরবর্তীতে আর কোন সময় বৃদ্ধি করা হবে না।

Leave A Reply

Your email address will not be published.