বকশীগ‌ঞ্জে ফেসবু‌কে স্ট‌্যাটাস দি‌য়ে যুব‌কের আত্নহত‌্যা

0 ১১৬

বকশীগ‌ঞ্জে ফেসবু‌কে স্ট‌্যাটাস দি‌য়ে যুব‌কের আত্নহত‌্যা ।

 

রতন ইন‌তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি।

 

শূন্য হাতে এসেছিলাম,শূন্য হাতে চলে গেলাম, পারলে সবাই দোয়া কইরো এই পাপির জন্য।কথাগু‌লো সমা‌জিক যোগা‌যোগমাধ‌্যম ফেসবু‌কে স্ট‌্যাটাস দি‌য়ে আত্নহত‌্য ক‌রে‌ছেন আশরাফুল ইসলাম (২৮ না‌মে এক যুবক।

 

সোমবার ৬ নভেম্বর দুপুরে এ ঘটনাটি ঘটে।নিহত আশরাফুল ইসলাম বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর বগারচর গ্রামের আব্দুর রহমানের ছেলে।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষ পান করেন আশরাফুল ইসলাম।

 

বিষয়টি তার পরিবারের লোকজন বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জামালপুর হাসপাতালে পাঠান।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে মারা যায়।বকশীগঞ্জ থানা (ওসি) মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরর্বতী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.