সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্যাটরিনার ডিপফেক ভিডিও

0 ১২৩

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্যাটরিনার ডিপফেক ভিডিও

 

বিনোদন ডেস্ক

সদ্যই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও। পরে জানা যায়, এই ভিডিওটি ফেক। এবার একই ঘটনার শিকার হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্যাটরিনার ডিপফেক ভিডিও। এই নায়িকার আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’তে তোয়ালে পরে একটি দৃশ্যে ফাইট করতে দেখা যাবে তাকে।  সেই দৃশ্যের উপরই চালানো হয়েছে কারসাজি।

আসল ছবিতে তোয়ালে দিয়ে ঢাকা ছিল নায়িকার শরীর। কিন্তু নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ডিপফেক ছবিতে প্রায় অনাবৃত ক্যাটরিনা। শুধু তাই-ই নয়, ছবিকে চিত্তাকর্ষক করে তুলতে ক্যাটের চেহারাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। মূলত র্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই-এর ব্যবহার করেই করা হয়েছে এমন কারসাজি।

এদিকে নিজের নামে ছড়িয়ে পড়া অশ্লীল ভিডিও নিয়ে মুখ খুলেছিলেন রাশমিকা। তিনি বলেছেন, ‘নেটদুনিয়ায় আমার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যারা সারাক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাদের জন্য। ভাবলেই ভয় করছে, কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে।’

এসময় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ রাশমিকা লেখেন, ‘আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ; যারা আমাকে এই সময়ে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই ঘটনা যদি আমার স্কুল কিংবা কলেজ জীবনে ঘটতো, তবে আমি কীভাবে বিষয়টি সামাল দিতাম তা কল্পনাও করতে পারছি না। আমাদের সকলের উচিত সমষ্টিগতভাবে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।’

যদিও রাশমিকার মতো এখনও নিজের ডিপফেক ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা।

Leave A Reply

Your email address will not be published.