বিশেষ অভিযানে পূর্বের মামলায় ০৩ (তিন) জন আসামী গ্রেফতার
*** বিশেষ অভিযানে পূর্বের মামলায় ০৩ (তিন) জন এবং পরোয়ানা মুলে ০১ (এক) জন আসামী গ্রেফতার…….
নিজস্ব সংবাদদাতা
লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম মহোদয়ের সার্বিক দিক- নির্দেশনায় অদ্য ০৯/১১/২০২৩ইং তারিখ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সোলাইমান স্যারের নেতৃত্বে এসআই/ মোহাম্মদ কামাল উদ্দিন, এসআই/মোঃ অলি উল্লাহ, এসআই/ মুহাম্মদ কাওসারুজ্জামান, এসআই/ মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া , ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্বের মামলায় ০৩ (তিন) জন এবং পরোয়ানা মুলে ০১ (এক) জন আসামী গ্রেফতার করা হয়।
১। মোঃ রবিউল পাঠান (৩৫), পিতা-আব্দুর রশিদ পাঠান, মাতা-মাহামুদি বেগম , গ্রাম- মাছিমপুর (পূর্ব মাছিমপুর, পাঠান বাড়ী, ০৫নং ওয়ার্ড, ০৫নং চন্ডিপুর ইউপি) , থানা- রামগঞ্জ, জেলা -লক্ষ্মীপুর,
২। মোঃ পারভেজ আলম (৩০), পিতা-মোঃ মানিক হোসেন , মাতা-পারভীন আক্তার , গ্রাম- রতনপুর (হাবিব উল্যাহ চেয়ারম্যান বাড়ী) , থানা- রামগঞ্জ, জেলা -লক্ষ্মীপুর,
৩। ওয়াসিম প্রকাশ হেঞ্জা(২১), পিতা-মৃত হজল হক, মাতা-ছারা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- রতনপুর (ডাক্তার ব্রীজের দক্ষিন পাশে ওয়াপদার বস্তি, পৌরসভা ০৩নং ওয়ার্ড) , থানা- রামগঞ্জ, জেলা -লক্ষ্মীপুর,
৪। মোঃ মনির (২১), পিতা-শফিকুল ইসলাম , গ্রাম- চন্ডীপুর (আলী মুন্সি বাড়ী) , থানা- রামগঞ্জ, জেলা -লক্ষ্মীপুরগনকে গ্রেফতার পূর্বক
পরবর্তীতে উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।