ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ ১ জন গ্রেফতার
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ ১ জন গ্রেফতার
আমির হোসেন, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গত ৮ নভেম্বর বুধবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নে ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ মো: নজরুল ইসলাম(৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটিদল উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় সদর ইউনিয়নের (ব্রাহ্মণপাড়া – হরিমঙ্গল) গামী রোডের সাব্বির খেলাঘর এন্ড কসমেটিক্স হাউস এর সামনে থেকে সিএনজি যোগে ভারতীয় চিনি পাচার কালে মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করে। এসময় পুলিশ তার দখল হইতে ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ ১ টি সিএজি জব্দ করে। সিএনজির রেজি নং-কুমিল্লা-থ-১২-৫৩৯৫।
গ্রেফতারকৃত মোঃ নজরুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানার উত্তর তেতাভূমী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে অপর আসামী একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে মো: হাসান(৩২) পালিয়ে যায়।
এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।