ঢাকাস্থ দশমিনা-গলাচিপা জাতীয়তাবাদী যুব ফোরামের আহ্বায়ক কমিটি গঠন
ঢাকাস্থ দশমিনা-গলাচিপা জাতীয়তাবাদী যুব ফোরামের আহ্বায়ক কমিটি গঠন
রবিউল হাসান ডব্লিউ, দশমিনা (পটু্য়াখালী) প্রতিনিধি
ঢাকাস্থ পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলার জাতীয়তাবাদী যুব ফোরামের কমিটি প্রকাশ করা হয়েছে।
রাজধানীর ধোলাইপাড়ে যুব ফোরামের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (১৯ মে) রাতে ৯ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ দশমিনা-গলাচিপা জাতীয়তাবাদী যুব ফোরামের আহ্বায়ক কমিটি সমন্বয়ক মো. মহিবুল্লা জয়, বিশেষ অতিথি ছিলেন মো.আল মামুন প্রমূখ।
আগামী ১৫ দিনের মধ্যে নতুন আহবায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
এ সময় ছাত্রদল নেতা আবুল বশার জানান, ঢাকায় বসবাসরত জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীরা মামলা-হামলা ও অসুস্থ্যসহ কেউ মারা গেলে তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
এর আগে সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সকল সদস্যের সম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট নতুন দশমিনা ও গলাচিপার যুব ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
আহবায়ক কমিটিতে মো. আনিসুর রহমানকে আহবায়ক ও মো. কবির হোসেন হাওলাদারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।