আন্তঃজেলা চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার
২৪ ঘন্টার মধ্যে কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার
আমির হোসেন, কুমিল্লা প্রতিনিধি।
গত ১০/১১/২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকা হতে ১১/১১/২০২৩ খ্রিঃ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় চৌদ্দগ্রাম থানাধীন ০৪নং শ্রীপুর ইউনিয়নের গজারিয়া পূর্বপাড়া (ফকিরবাড়ী) সাকিনে বাদীর বসত বাড়ির গাড়ী রাখার ঘরের ভিতর হতে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা একটি মিশুক গাড়ী চুরি করে নিয়ে যায়।
উক্ত সংবাদটি মামলার বাদী মোঃ শাহ আলম (৩৫), পিতা-ছিদ্দিকুর রহমান, সাং-গজারিয়া, পোঃ চৌমুহনী বাজার, ০৪নং শ্রীপুর ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় এসে এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১৫, তারিখ-১১/১১/২০২৩খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।
মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চৌদ্দগ্রাম থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিশ্বস্থ সূত্রে সংবাদের প্রেক্ষিতে চৌদ্দগ্রাম থানাধীন ০১নং কাশিনগর ইউপির অন্তর্গত সাতবাড়ীয়া দাতামা সাকিনস্থ বটতলা পাকা রাস্তার উপর হতে ১২/১১/২০২৩খ্রিঃ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় ০৩ জন চোর চক্রের সদস্য ১।
সিয়াম মজুমদার (২০), পিতা-আনোয়ার হোসেন, মাতা-মৃত রহিমা বেগম, সাং-বাঁশগড্ডা জগন্নাথপুর, ২। মোঃ পরান (১৯), পিতা-মোঃ আবু হানিফ, মাতা-রিমা বেগম, সাং-দৌলতপুর বিবির বাজার, ৩। মহব্বত গাজী(২৯), পিতা-মৃত আলী গাজী, মাতা-মৃত হালিমা বেগম, সাং-বাঁশগড্ডা জগন্নাথপুর, নাসির মিয়ার ভাড়াটিয়া (ভাসমান), সর্ব থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাদের গ্রেফতার সহ তাদের দখল হতে চোরাই যাওয়া মিশুক গাড়ী উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।