লুকায়িত না থেকে বিএনপিকে রাজপথে আসার আহ্বান

0 ৭৪

লুকায়িত না থেকে বিএনপিকে রাজপথে আসার আহ্বান

 

নিজস্ব প্রতিবেদক

লুকায়িত না থেকে বিএনপিকে রাজপথে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

সোমবার দুপুরে রাজধানীর আদাবরে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শেখ বজলুর রহমান বলেন, হরতাল অবরোধ যাই দেন না কেন, এই দেশের মানুষ এখন আর ওইসব মানে না। আমাদের বলতে হয় না, সারাদিন এমনিতেই মানুষ রাস্তায় থাকে। বাপের ব্যাটা হলে রাস্তায় আসেন। তারপর জবাব পাবেন।

তিনি বলেন, আমাদের দেশ নিয়ে বিদেশিরা ষড়যন্ত্র শুরু করেছে। দৌড়ঝাঁপ শুরু করেছে। আমরা জানি, হাঁস ধান খায়, চাল খায়। এখন দেখছি ধান কাদার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে শামুক খুঁজছে। এই দেশের শামুক আপনাদের বিদেশি হাঁস পাবে না। আমাদের দেশে হাঁস আছে, তারাই সেগুলো পাবে। বিদেশি হাঁসরা এখানে শামুক পাবে না।

নগর আওয়ামী লীগের এই সভাপতি বলেন, আগামীতে যে নির্বাচন হবে, সে নির্বাচনে ভূমিধস ভোটের মাধ্যমে এ দেশের জনগণ টানা চতুর্থবারের মতো জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি। এ সময় আদাবর, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.