আমার মা অসুস্থ ছেলে অসুস্থ আমাকে নিয়েন না ভাই

0 ২৫১

আমার মা অসুস্থ ছেলে অসুস্থ আমাকে নিয়েন না ভাই

 

dhaka post today

‘আমাকে নিয়েন না ভাই। আমার ছেলে অসুস্থ। আমার মা অসুস্থ। আমাকে একটু পোশাক পরার সুযোগ দেন।’ এভাবেই গ্রেপ্তারের সময় পুলিশকে আকুতি জানান যুবদলের এক নেতা।

গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে যশোর বাঘারপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিফতাহ উদ্দিন শিকদারকে বাড়ি থেকে গ্রেপ্তারের সময় এভাবে অনুনয় করেছিলেন তিনি।

বিএনপির পক্ষ থেকে গ্রেপ্তারের এই ভিডিওচিত্র আজ শুক্রবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো হয়েছে। ভিডিওতে দেখা যায়, মিফতাহ উদ্দিনকে খালি গায়ে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছেন। তখন মিফতাহ উদ্দিন পুলিশকে বলছেন, ‘আমাকে নিয়েন না ভাই। আমার ছেলে অসুস্থ। আমার মা অসুস্থ। আমাকে একটু পোশাক পরার সুযোগ দেন।’

মিফতাহের মাসহ পরিবারের স্বজনেরা গাড়িটি ঘিরে ধরেন। এ সময় মায়ের উদ্দেশে মিফতাহ উদ্দিন বলেন, ‘মা তুমি টেনশন করো না। আমি আবার ফিরে আসব।’ এ সময় এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘এই চুপ থাক, তোর শরীরে একটু আঘাতও কেউ দেবে না।’

বিএনপি নেতারা জানান, গতকাল সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে ছয় নেতাকে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম বলেন, আজ রাজপথে বিএনপির কোনো কর্মসূচি না থাকলেও নেতাকর্মীদের পুলিশি অভিযান থেমে নেই। বিএনপির চলমান এক দফার আন্দোলনে পুলিশের দমন-পীড়নের অংশ হিসেবে নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি মো. শাহদাৎ হোসেন বলেন, মিফতাহ উদ্দিন পলাতক ছিলেন। নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.