শরীয়তপুর-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম কিনলেন বীর মুক্তিযোদ্ধা সামচুল হক খান    

0 ১৯১

শরীয়তপুর-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম কিনলেন বীর মুক্তিযোদ্ধা সামচুল হক খান ।     

 

শরীয়তপুর প্রতিনিধি,মোঃ ওবায়েদুর রহমান সাইদ। 

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ সামচুল হক খান।

রবিবার (১৯ নভেম্বর ২০২৩) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এর কাছ থেকে মোহাম্মদ সামচুল হক খানের পক্ষে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাতিজা সাখাওয়াত হোসেন স্বপন খান।

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ দলীয় মনোনয়ন ফরম জমা দেবেন বলে জানান, বীর মুক্তিোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ সামচুল হক খান।এজন্য তিনি শরীয়তপুর-১ আসনের সর্বস্তরের জনগণ সহ দলীয় সকল নেতাকর্মীদের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.