লালমাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতামূলক ও ব্লক প্রিন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোস্তফা কামাল মজুমদার
২৩শে নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকান্ডে ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক “জনসচেতনতামূলক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়।
সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ ও ব্লক প্রিন্ট বিষয়ক প্রশিক্ষণে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: শামসুজ্জামান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার,লালমাই থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো: হানিফ সরকার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা সাংবাদিক মো: জয়নাল আবদীন জয়,লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার রুবেল, লালমাই থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি বাউল তাহমিনা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৩০ জন নারী প্রশিক্ষার্থী।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ ফরহাদ আলম খান।