সরকারি রাস্তা দখল করে চলছে অবৈধ বাজার
সরকারি রাস্তা দখল করে চলছে অবৈধ বাজার ।
নিজস্ব সংবাদদাতা
রাজধানী যাত্রাবাড়ী পশ্চিম মীরহাজীর বাগ এলাকায় সরকারি রাস্তা দখল করে চলছে অবৈধ বাজার ব্যবসা ।
সরজমিনে গিয়ে দেখা যায় প্রায় ৭০ থেকে ৮০ টি দোকান বসে আছে দোকানদারদের সাথে কথা বলে তারা জানান প্রতিদিন চাঁদা দিয়ে দোকান বসাতে হয় ।
তারা জানান প্রতিদিন প্রতি দোকান প্রতি তাদের ৩০০ থেকে ২০০ টাকা চাঁদা দিতে হয় চাঁদা না দিলে দোকান বোসতে দেয়না ।
চাঁদাবাজির কথা জানতে চাইলে তারা জানান কিছু রাজনৈতিক দলের নেতাদের টাকা দিতে হয় আর পুলিশ কে দিতে হয় । এই বাজার থেকে প্রতি মাসে চাঁদা আদায় করে ৩৬০.০০০ হাজার টাকা ।
বিস্তারিত আসছে ২ য় পর্বে ।