রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা
রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতা-কর্মীদের মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
মতিঝিল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে এ মিছিল আয়োজিত হয়। মিছিল শেষে ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন মিছিলে থাকা নেতাকর্মীরা।
শুক্রবার (৮ ডিসেম্বর) মশাল মিছিলটি রাত সাড়ে ৮ টার দিকে মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়।
মিছিল থেকে সরকারের পদত্যাগ, নির্বাচনের তফসিল বাতিল ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা। আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলা মিছিলটি মতিঝিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বেশ কিছুক্ষণের জন্য প্রায় বন্ধ থাকে মতিঝিল এলাকার স্বাভাবিক যান চলাচল।
মিছিলে মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ম্যাক্স মান্নান, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি যুবনেতা জাবেদ হোসেন মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
পরে মিছিল শেষে যাওয়ার পথে ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেনকে আটক করে পুলিশ।