৬২ বোতল ফেন্সিডিল ও ১,৮৬,০০০/- টাকাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

0 ৬৮

গাছা থানা পুলিশ কর্তৃক ৬২ বোতল ফেন্সিডিল যার মূল্য অনুমান ১,৮৬,০০০/- টাকাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা

গাছা থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাছা থানাধীন গাছা থানাধীন উত্তর খাইলকুর সাকিনস্থ বাগান বিলাস রেস্টুরেন্ট এর সামনে তিন রাস্তার মোড় হতে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী ১. ইমরান (২৪), পিতা-আকবর শেখ ,স্থায়ী: গ্রাম- আলাইপুর সরকার পাড়া, হাজাম পাড়া বাজারের পশ্চিম পাশে , উপজেলা/থানা- বাঘা, জেলা -রাজশাহী, ২. শিশির আলী (২৩), পিতা-সাজদার আলী ,স্থায়ী: গ্রাম- আলাইপুর সরকার পাড়া, হাজাম পাড়া বাজারের পশ্চিম পাশে, উপজেলা/থানা- বাঘা, জেলা -রাজশাহীদের গ্রেফতার করা হয়। 

 

আসামিদের দখল হতে ৬২ (বাষট্টি) বোতল ফেন্সিডিল, যার মূল্য অনুমান ১,৮৬,০০০/- টাকা উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিকে গ্রেফতার অভিযান অবাহত আছে।

Leave A Reply

Your email address will not be published.