নবনিযুক্ত ওসি’র সঙ্গে শ্যামপুর থানা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ”

0 ১৯২

“শ্যামপুর মডেল থানা (ডিএমপি) নবনিযুক্ত অফিসার ইনচার্জ সঙ্গে শ্যামপুর থানা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ”

 

নিজস্ব প্রতিনিধি : 

রাজধানীর শ্যামপুর মডেল থানা নবনিযুক্ত অফিসার ইনচার্জ  মোহাম্মদ আতিকুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাত  ও মত বিনিময় করেন শ্যামপুর থানা প্রেসক্লাবের সাথে। 

এ সময় শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, মোঃ সুজন শেখ অর্থ বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো:হা-মীম  আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিসুর রহমান হৃদয়, জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা পত্রিকার নির্বাহী সম্পাদক এম এ জব্বার ,9newstv চেয়ারম্যান শেখ মোঃ ওমর ফারুক সহ প্রেসক্লাবের সদস্য বৃন্দরা ।

শ্যামপুর থানা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্যামপুর মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ  মোহাম্মদ আতিকুর রহমানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে নবনিযুক্ত ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এ ক্ষেত্রে চাই সকলের সহযোগিতা বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

Leave A Reply

Your email address will not be published.