রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে পুলিশের হামলা
রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে পুলিশের হামলা
নিজস্ব প্রতিবেদক
সরকারের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ৬ টা থেকে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে পুলিশের হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় পুলিশের হামলা ও লাঠি পেটায় ২০জনের মতো নেতা-কর্মী আহত হয়েছে। আটক করা হয়েছে বেশ কয়েকজন নেতা-কর্মীকে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাইটএঙ্গেল মোড় থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের কাছাকাছি ভাসানি ভবনের সামনে গেলে পুলিশ অতর্কিত মিছিলে হামলা ও লাঠিপেটা করে। পুলিশের হামলা থেকে নেতাকর্মীরা রুহুল কবির রিজভীকে নিরাপদে সরিয়ে নেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর বিএনপির সদস্য নাদিয়া পাঠান পান, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম শিকদার রানাসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।