বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

0 ৮৪

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

 

dhaka post today

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ১৩তম দফায় ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে কারওয়ান বাজার মোড় থেকে বাংলামোটর মোড় পর্যন্ত মিছিল ও সড়ক অবরোধ করে ছাত্রদলের নেতা-কর্মীরা।

এসময় মিছিলের শেষ পর্যায়ে সোনারগাঁও হোটেলের পাশ থেকে পুলিশ ও র‍্যাবের বাধায় মিছিল শেষ হয়।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, অবরোধকে সফল করার লক্ষ্যে আমরা আজ কারওয়ান বাজারে বিক্ষোভ মিছিল করেছি। মিছিলের শেষ পর্যায়ে সোনারগাঁও হোটেলের পাশ থেকে পুলিশ ও র‍্যাব একযোগে পেছন থেকে আমাদের উপর হামলা চালায়।

তিনি বলেন, নির্বাচন বর্জনের লক্ষ্যে আমরা শেষ দিন পর্যন্ত লড়াই অব্যাহত রাখবো। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, একদফা দাবি বাস্তবায়ন না হবে এবং সুষ্ঠু নির্বাচন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করবে।

মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, শাফি আল আমান, আরিফুল ইসলাম, সুলতানা আক্তার মিমসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.