পটুয়াখালী প্রেসক্লাবে নবনির্বাচিত দুই জনকে শুভেচ্ছা
পটুয়াখালী প্রেসক্লাবে নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে গলাচিপা প্রেসক্লাব ।
নিজস্ব সংবাদদাতা
মোঃনাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় পটুয়াখালী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে গলাচিপা প্রেস ক্লাব। জানা যায় আনন্দঘন পরিবেশে পটুয়াখালী প্রেস ক্লাবের কার্যকরী কমিটির (২০২৩-২০২৪) মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জাফর খান ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাকারিয়া হৃদয়। এ ছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক হয়েছেন মো. আতিকুর রহমান, কার্যকরী ৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মশিউর রহমান বাবলু, কাজী শামসুর রহমান ইকবাল, মো. জাকির হোসেন, আফরিন জাহান নিনা ও স্বপন ব্যানার্জী।
রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালী প্রেস ক্লাবের দোতলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এ বছরও পটুয়াখালী প্রেস ক্লাবের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রেস ক্লাব কর্তৃক আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জিব দাসকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেন।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান (শামীম)। তাকে সহযোগিতা করেন সদর উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহাবুদ্দিন মুন্সী ও সার্টিফিকেট পেশকার মো. উজ্জ্বল হোসেন।
পটুয়াখালী প্রেস ক্লাব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যকে গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড সহ প্রেস ক্লাবের সকল সদস্য এবং সাংবাদিকবৃন্দ তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।