ডেমরা থেকে বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার

0 ১১৭

 ডেমরা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার

 

dhaka post today

রাজধানীর ডেমরা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নড়াইবাগ কাউয়াটঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শফিকুল ইসলাম অভি ও মো. রাকিব।

ডেমরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ডেমরা থানার নড়াইবাগ কাউয়াটঙ্গী সাইফুল উলূম মাদ্রাসার সামনে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.