গাজীপুর সিটি নির্বাচনে অাজমত উল্লার শেষ মূহুর্তে প্রস্তুতি
গাজীপুর সিটি নির্বাচনে অাজমত উল্লার শেষ মূহুর্তে প্রস্তুতি
দ্রুত গতিতে এগিয়ে – – – বাংলাদেশ – গাজীপুর – গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী এ্যাডভোকেট অাজমত উল্লা খানের শেষ মূহুর্তে প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে।
১ থেকে ৫৭ নং ওয়ার্ডে সর্বক্ষণ প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অাগামী ২৫ মে রোজ বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।
তারই লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের অাওয়ামীলীগের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতৃবৃন্দ কে সক্রিয় ভূমিকা রাখার অাহব্বান জানান এবং ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে সকলকে কাজ করার অাহব্বান জানান।
নৌকার কান্ডারী এ্যাডভোকেট অাজমত উল্লা খান বক্তব্যে বলেন স্মার্ট সিটি করপোরেশন গড়ার লক্ষ্যে নৌকার বিকল্প কিছু নাই।
নৌকার বিজয় শতভাগ নিশ্চিত। নৌকার বিজয় মানেই উন্নয়ন, নৌকার বিজয় মানেই শান্তি। ২৫ মে সিটি নির্বাচনে নৌকা বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে তিনি ১০০ শতাংশ সাফল্যের অাশাবাদী।