কসাই মামুন হত্যা মামলার ১ নং পলাতক মূল আসামী গ্রেফতার

0 ৪১

কসাই মামুন হত্যা মামলার ১ নং পলাতক মূল আসামী গ্রেফতার 

 

নিজস্ব সংবাদদাতা :

র‌্যাব-৮,সিপিসি-৩ মাদারীপুর এবং র‌্যাব-৫ কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে চাঞ্চল্যকর কসাই মামুন হত্যা মামলার ১ নং পলাতক মূল আসামী গ্রেফতার ।

 

র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর এবং র‌্যাব-০৫ একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ ফেব্রয়ারি ২০২৪ খ্রি. তারিখ ২০.০০ ঘটিকায় মাদারীপুর জেলার শিবচর থানাধীন দেলোয়ার বেপারী হাট এলাকা থেকে অভিযান পরিচালনা করে জনসম্মুখে প্রকাশ্যে ছুরিকাঘাতের মাধ্যমে সংঘটিত চাঞ্চল্যকর কসাই মামুন হত্যা মামলার ১ নং পলাতক আসামী মোঃ মিজানুর রহমান @ খোকন (৩৫), পিতা- মৃত খোদা বক্স, সাং- পিয়াদাপাড়া, থানা- বাঘা, জেলা- রাজশাহী’কে গ্রেফতার করা হয়। উক্ত আসামী মাংসের বাজার দরমূল্য নিয়ে দ্বন্দের কারণে কসাই মামুনকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে এবং তিনি পরবর্তীতে ইন্তেকাল করেন।

 

হত্যাচেষ্টার মূল আসামী মিজানুর রহমান ওরফে খোকন পরবর্তীতে আত্মগোপন করেন এবং গত ২২ তারিখ মাদারীপুর জেলার শিবচর থানাধীন কাদিরপুর গ্রামে ড্রেজার শ্রমিক হিসেবে আশ্রয় গ্রহণ করেন।

 

পরবর্তীতে র‍্যাব ৫ হতে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায়, আত্মগোপন করা হত্যাচেষ্টার আসামি খোকন এর উপর র‍্যাব-৮ এর একটি আভিজানিক দল প্রায় ৩ দিন ব্যাপী নজরদারি চালায়। নজরদারিতে প্রাপ্ত সুনিশ্চিত তথ্যের ভিত্তিতে তাকে গোপন আবাসস্থলের সন্নিকটে অবস্থিত কাদিরপুর বাজার হতে গ্রেপ্তার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.